x

তুমি আমারই হবে | Tumi Amari Hobe Lyrics | Manush | Shashwat Singh

Tumi Amari Hobe features Shashwat Singh’s vocals, music by Savvy, lyrics by Sanjoy Somaddar and Pranjal, and is programmed and produced by Dev Arijit.

Promotion

তুমি আমারই হবে একটি গান যা মানুষ সিনেমার জন্য নির্মিত হয়েছে এবং এটি শাশ্বত সিং এর পরিচালনায় গাওয়া হয়েছে। এই গানে ব্যক্ত হচ্ছে ভালোবাসার ভালোবাসার উপলব্ধি এবং তা আত্মীয়তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। গানটি প্রণয় এবং সম্পর্কের সুন্দর উপস্থাপনা করে এবং শ্রেষ্ঠ বাংলা সঙ্গীতের অংশ হিসাবে বিখ্যাত। এটি মনোহর সুরের সাথে একটি সহজ মেলোডি রয়েছে যা শ্রোতার মন জিতে নেয়। তুমি আমারই হবে গানটি ভালোবাসা, অনুভূতি এবং আদরের সম্পর্কে গায়ে এবং শুনলে মন ভরে যায়। এটি বাংলা সিনেমার সাথে অসাধারণ মেলে রয়েছে এবং শাশ্বত সিং এর অসাধারণ সুরে এটি অবশ্যই প্রশংসা পায়।

তুমি আমারই হবে” Official Music Video :

Promotion
RolePerson/Team
SingerShashwat Singh
MusicSavvy
LyricsSanjoy Somaddar, Pranjal
ChoreographerImran Sardhariya
Programmed and Produced byDev Arijit
Additional Production and DesignAbhijit Nalani
Mixed and Mastered byAshwin Kulkarni

Tumi Amari Hobe Lyrics

Tumi Amari Hobe Lyrics in Bangla

তুমি আমারই হবে

এটা লেখাই ছিলো

ভালোবাসার এই হাওয়া

আমায় উড়িয়ে নিলো

তুমি আমারই হবে

এটা লেখাই ছিলো

ভালোবাসার এই হাওয়া

আমায় উড়িয়ে নিলো

চলো একটাই জীবন

ভালোবেসে কাটাই

আমারই কিছু

আমারই পুরো তাই

তুমি আমারই হবে

এটা লেখাই ছিলো

ভালোবাসার এই হাওয়া

আমায় উড়িয়ে নিলো

চলো একটাই জীবন

ভালোবেসে কাটাই

আমারই কিছু

আমারই পুরো তাই

গল্প বলার চলে

জ্বলে আগুন জ্বলে

স্বপ্ন জুড়েছে

সঙ্গে পুড়েছে মন

ভালোবাসায় বাঁচি

এইতো আমি আছি

তুমি আমার ভালো থাকার কারণ

আমি আমারই হবো

শঙ্কল্প আর কথায়

রয়ে যাবো চিরদিন

সব দুঃখ আর বেথায়

চলো একটাই জীবন

ভালোবেসে কাটাই

আমারই কিছু

আমারই পুরো তাই

তুমি আমারই হবে

এটা লেখাই ছিলো

ভালোবাসার এই হাওয়া

আমায় উড়িয়ে নিলো

চলো একটাই জীবন

ভালো ভেসে কাটাই

আমারি যা কিছু

তোমার হি পুরো তাই |

About the Singer Tumi Amari Hobe

Tumi Amari Hobe features the incredible vocals of Shashwat Singh, with music by Savvy. Sanjoy Somaddar and Pranjal penned this beautiful song, while Dev Arijit handled programming and production. Abhijit Nalani contributed to additional production and design, and Ashwin Kulkarni handled mixing and mastering.

MANUSH MOVIE OFFICIAL TRAILER

Leave a Comment