Binay Badal Dinesh Lyrics (বিনয় বাদল দীনেশ) Rupam Islam by Assamese Lyrical
Binay Badal Dinesh Lyrics (বিনয় বাদল দীনেশ) Rupam Islam is a patriotic song that reflects the essence of freedom and sacrifice for the nation. Written and composed by Soumya Rit, the song is sung by Rupam Islam for the Bengali movie “8/12”. The lyrics portray the struggles and determination of leaders like Binay, Badal, and Dinesh in the fight for independence. The powerful message of the song resonates with the spirit of patriotism and selflessness. With its impactful lyrics and soulful rendition, “Binay Badal Dinesh” stands as a tribute to the unsung heroes of the Indian freedom movement.
Binay Badal Dinesh Song Information :
Binay Badal Dinesh Lyrics In Bengali :
দেশ, দেশ, দেশ,
স্বাধীন হবে এ দেশ,
দেশ, দেশ, দেশ,
স্বাধীন হবে এ দেশ।
মুক্তির কথা ভেবেছিল ওরা
রক্তে রাঙানো বসুন্ধরা,
বিপ্লবের অধিনায়কেরা
বিনয়, বাদল, দিনেশ,
দেশ, দেশ, দেশ
স্বাধীন হবে এ দেশ।
লাঞ্চিত যত লুন্ঠিত কত
ভীষণ শোষিত প্রাণ শত শত,
কিছুতেই আর নয় মাথা নত
অত্যাচারের পরাধীন ক্ষত,
শেষ, শেষ, শেষ,
স্বাধীন হবে এ দেশ।
লাঞ্চিত যত লুন্ঠিত কত
ভীষণ শোষিত প্রাণ শত শত,
কিছুতেই আর নয় মাথা নত
অত্যাচারের পরাধীন ক্ষত,
শেষ, শেষ, শেষ
স্বাধীন হবে এ দেশ,
বিনয়, বাদল, দিনেশ,
স্বাধীন হবে এ দেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ,
বিনয়, বাদল, দিনেশ
তোমাদেরকে কুর্নিশ,
বিনয়, বাদল, দিনেশ
মায়ের সাহসী ছেলে,
বিনয়, বাদল, দিনেশ।
বিনয় মরেছে সন্ত্রাসে
ওরা প্রলয় আনবে তিন কালো ঘোড়া,
নতুন সূর্য দেখবে এদেশ।
মুছতে এবার দেশের গ্লানি
বিদায় মাগো ফিরবেনা জানি,
দেশের জন্য এই বলিদান বেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ।
ওরা মান ফিরে পেতে ডাক দিয়েছিল
মুক্তির আদেশ,
ওরা নিজের দেশে চায়নি কারুর অনুপ্রবেশ,
বিনয়, বাদল, দিনেশ
স্বাধীন হবে এ দেশ,
মুক্তির কথা ভেবেছিল ওরা
রক্তে রাঙানো বসুন্ধরা,
বিপ্লবের অধিনায়কেরা
বিনয়, বাদল, দিনেশ,
বিনয়, বাদল, দিনেশ,
স্বাধীন হবে এ দেশ।
Binay Badal Dinesh Song Video :
Binay Badal Dinesh Lyrics In English :
Desh desh desh
Swadhin hobe e deh
Niyechilo ora oshtro tule
Nijeder sukh allhad bhule
Amar golper nayokera
Binoy badol dinesh
Sadhin hobe e desh
Muktir kotha vebechilo ora
Rokte rangano basundhora
Biplober adhinayokera
Binay badal dinesh
Desh desh desh
Swadhin hobe e deh
Lanchito joto lunthito koto
Vishon shoshito praan shoto shoto
Kichutei aar noy matha noto
Attacharer poradhin khoto
Shesh shesh shesh
Swadhin hobe e deh
অরুন রায় পরিচালিত ৮/১২ বিনয় বাদল দীনেশ বাংলা সিনেমার দেশাত্মবোধক গান বিনয় বাদল দিনেশ গানের লিরিক্স লিখেছেন ও সুর দিয়েছেন সৌম্য রিত এবং গানটি গেয়েছেন রূপম ইসলাম।
FAQs for Binay Badal Dinesh
Did you find any mistakes in the ‘Binay Badal Dinesh Lyrics (বিনয় বাদল দীনেশ) Rupam Islam’? Please report it in the contact section with the correct details. View more on AssameseLyrical.com.