Milon Hobe Koto Dine Lyrics (মিলন হবে কত দিনে) Folk Song by Assamese Lyrical
Milon Hobe Koto Dine Lyrics (মিলন হবে কত দিনে) Folk Song provides a beautiful Bengali song with heartfelt lyrics. The song, composed by Fakir Lalon Shah, reflects on the longing for union and the deep emotions of love. The soulful rendition by Anirban Sur and various artists captures the essence of the lyrics, penned by Lalon Shah. The song’s video adds a visual element to enhance the listening experience. The narrative explores the themes of love, separation, and the hope of reunion, resonating with the human experience. The Summery also includes FAQs about the song, shedding light on the singers, lyricists, and music director. Overall, Milon Hobe Koto Dine Lyrics (মিলন হবে কত দিনে) Folk Song is a soul-stirring composition that connects deeply with the listeners.
Milon Hobe Koto Dine Song Information :
Aspect | Details |
---|---|
Title | Milon Hobe Koto Dine Lyrics (মিলন হবে কত দিনে) |
Genre | Folk Song |
Composer | Fakir Lalon Shah |
Performers | Anirban Sur and various artists |
Themes | Love, separation, longing, and hope of reunion |
Lyrics | Penned by Lalon Shah |
Music Video | Enhances the listening experience with visual elements |
Summary | A soulful composition reflecting deep emotions and the human experience of love and reunion. |
FAQs | Includes information about singers, lyricists, and music director |
Overall Impression | Soul-stirring and deeply connecting with listeners |
Milon Hobe Koto Dine Lyrics In Bengali :
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী,
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী,
আমি হবো বলে চরণদাসী
হবো বলে চরণদাসী,
ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ,
আমি কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন,
ঐ রূপ হেরি এ দর্পণে
ঐ রূপ হেরি এ দর্পণে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়,
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়,
লালন ফকির ভেবে বলে সদাই
লালন ফকির ভেবে বলে সদাই,
ঐ প্রেম যে করে সে জানে
ঐ প্রেম যে করে সে জানে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কতদিনে
ও মিলন হবে কতদিনে,
আমার মনের মানুষেরও সনে
আমার মনের মানুষেরও সনে।
Milon Hobe Koto Dine Lyrics In English :
Chatak praay aharnishi
Cheye ache kalo shoshi
Ami hobo bole charadasi
O taa hoyna kopal guney
Amar moner manusher sone
Milon hobe kotodine
Amar moner manuser sone
Megher bidyut meghe jemon
Lukale naa paay anweshon
Ami kalare haraye temon
Oi rup heri e darpane
Amar moner manushero sone
Milan hobe kotodine
Jokhon oi roop smaran hoy
Thakena loko-lojjar bhoy
Lalon fokir vebe bole sodai
Oi prem je kore se jaane
Amar moner manusher shone
Milan hobe koto dine
Milon Hobe Koto Dine Ankita Bhattacharyya Version Lyrics :
দিলাম যারে মন বেড়ি
দিলো সে মরণ যাতনা,
সুখের বাঁধন ভেঙে ফেলে
এ বুকে ফিরে এলোনা।
কে আপন কে যে পর
চেনা বড়ো দায়,
পারেনা যে ছাড়তে মায়া
সে তো কেঁদে যায়।
আজ বুকের ভেতরে
রয়েছে সে জুড়ে,
ও দয়াল কেন বোঝোনা ..
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী,
হবো বলে চরণদাসী
হবো বলে চরণদাসী,
ও তা হয় না কপালগুণে
ও তা হয় না কপালগুণে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
ও মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে।
সে যে মোর পরান পাখি ..
সে যে মোর পরান পাখি
তারে দ্বারে পুইষা রাখি,
সোনা রূপ বর্ণ তাহার
পলাশের অঙ্গ ধারী।
সে রূপের হয়না তুলনা
সে রূপের হয়না তুলনা,
কি ময় সেই মুখে
বিরহে অসুখে,
ও রূপ পাবো যে কোথায়।
যখন ওই রূপ স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়..
Milon Hobe Koto Dine Lyrical Video
FAQs for Milon Hobe Koto Dine
- Who is the singer of “Milon Hobe Koto Dine”?
- The song is performed by Anirban Sur along with various other artists.
- Who is the music director of “Milon Hobe Koto Dine”?
- The music for the song is composed by Fakir Lalon Shah.
- Who is the lyricist of “Milon Hobe Koto Dine”?
- The lyrics are written by Lalon Shah.
Did you find any mistakes in the ‘Milon Hobe Koto Dine Lyrics (মিলন হবে কত দিনে) Folk Song’? Please report it in the contact section with the correct details. View more on AssameseLyrical.com.